প্রধানমন্ত্রীর হাত ধরেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ এগিয়ে যাচ্ছে

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১২, ২০২৩
০৭:০৮ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১২, ২০২৩
০৭:০৮ পূর্বাহ্ন



প্রধানমন্ত্রীর হাত ধরেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ এগিয়ে যাচ্ছে
রাতারগুলে ২ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন


পরিবেশ ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল শ্রমজীবী অসহায় হতদরিদ্র মানুষের দুঃখ মোচন করে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা। আজ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই স্বপ্ন পূরণে কাজ করছেন। প্রধানমন্ত্রীর হাত ধরেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। একটি স্বনির্ভর বাংলাদেশ থেকে এখন একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ হচ্ছে। অতীতে অনেকে সরকারে এসেছেন। কেউ এমন উন্নয়ন দেখাতে পারেনি। যা দেখিয়েছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। যার দুঃসাহসিক ও দূরদর্শী চিন্তাধারায় চ্যালেঞ্জিং নেতৃত্বে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশ আজ বহির্বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।’

তিনি গতকাল বুধবার রাতারগুলে পর্যটকদের জন্য পাবলিক টয়লেট ও গাড়ি পার্কিং ব্যবস্থাসহ চার উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রায় ২ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে রাতারগুল জলারবনে নির্মিত হয়েছে পার্কিং প্লেস, ভিজিটর শেড, টুরিস্ট শপ ও পাবলিক টয়লেট। তিনি বলেন, ‘দেশের উন্নয়নের স্বার্থে জনগণের স্বার্থে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে।’

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিরসনে সিলেট বন বিভাগ পুনঃবনায়ন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সিলেট বন বিভাগের বাস্তবায়নে ও রাতারগুল সোয়াম্প ফরেস্টসহ ব্যবস্থাপনা কার্যকরী কমিটির সহযোগিতায় পার্কিং প্লেস উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম, সিলেট বিভাগের পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, গোয়াইনঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. তাহমিলুর রহমান বিশেষ অতিথির বক্তব্যে সোয়াম ফরেস্ট রাতারগুলের আগামী সম্ভাবনার বিভিন্ন দিক সম্পর্কে ও এখানে বসবাসকারী মানুষের জীবন মান উন্নয়নের সুদূর প্রসারী চিন্তাধারা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।

এতে আরও বক্তব্য দেন, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ও ইউনিয়নবাসীর পক্ষ থেকে বক্তব্য দেন, ফতেপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন।

উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল, রাতারগুল সোয়াম ফরেস্টের সহ-ব্যবস্থাপনা কার্যনির্বাহী কমিটির সভাপতি মাহবুব আহমদ।

সুনামগঞ্জ রেঞ্জ কর্মকর্তা সাদ উদ্দিন, সারী রেঞ্জ কর্মকর্তা সালাউদ্দিন, সিলেট জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন মহি, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, ফতেপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মাসুক আহমদসহ অনেকে।

উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান, রাতারগুল সোয়াম্প ফরেস্ট সহ-ব্যবস্থাপনা কার্যনির্বাহী কমিটি ও ফতেপুর ইউনিয়নের রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে বন ও পরিবেশ মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করা হয়।

এএন/০৪/১২১০২৩