সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১২, ২০২৩
০৩:৫৭ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১২, ২০২৩
০৪:০৬ অপরাহ্ন
সিলেট নগরের মজুমদারপাড়া এলাকায় বন্ধুর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন জুয়েল মিয়া (২৮) নামের এক যুবক।
আজ বুধবার (১১ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটে।
আহত জুয়েল নেত্রকোনা জেলার, মদন থানাধীন পাড়পুর এলাকার এলাহী নেওয়াজের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাওনা টাকা নিয়ে বন্ধু মোজাম্মেল হোসেনের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জুয়েলকে ছুরিকাঘাতে গুরুতর আহত করেন মোজাম্মেল। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে সে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এএফ/১৫