‘নিখোঁজ’ মাহফুজ ঘর পালিয়েছিল, উদ্ধার করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ১১, ২০২৩
০৬:১৩ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১১, ২০২৩
০৬:১৩ অপরাহ্ন



‘নিখোঁজ’ মাহফুজ ঘর পালিয়েছিল, উদ্ধার করেছে পুলিশ


সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের ডেমারগ্রামের ১৬ বছরের মো. মাহফুজ রিফাত বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন গত ৪ অক্টোবর। সিলেটের আরেক উপজেলা গোলাপগঞ্জের একটি মাদ্রাসায় হিফজ বিভাগের শিক্ষার্থী সে। এদিন মাদ্রাসায় যেতে বাড়ি থেকে বের হওয়ার পর সে নিরুদ্দেশ হয়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে গত ৯ অক্টোবর সোমবার থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। অবশেষে নিখোঁজের ৭ দিনের মাথায় তাকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত সিলেট নগরের হুমায়ুন রশীদ চত্বর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। 

এ সংক্রান্ত পূর্বের সংবাদ পড়ুন: সিলেটে ১৬ দিনে নিখোঁজ চার কিশোর!


মাহফুজ উপজেলার মানিকপুর ইউনিয়নের ডেমারগ্রামের বাসিন্দা হাফেজ মাওলানা আবদুল বাসিতের ছেলে। 

বিষয়টি সিলেট মিরর-কে নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা (সহকারী পুলিশ সুপার) মো. সম্রাট তালুকদার।

তিনি বলেন, ‘৪ অক্টোবার সে নিখোঁজ হয়। গত ৯ অক্টোবর পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করা হয়। এর একদিন পরই আমরা তাকে উদ্ধারে সক্ষম হই।’ উদ্ধার হওয়া কিশোরকে তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।


এএফ/০৫