সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১১, ২০২৩
০৭:৩৪ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১১, ২০২৩
০৭:৩৪ পূর্বাহ্ন
বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপপরিচালক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, শিশুকিশোরদের মনন ও নৈতিক বুনিয়াদ গঠনে সিরাত পাঠের বিকল্প নেই। এজন্য নৈতিক মানুষ হিসেবে বাচ্চাদের গড়ে তুলতে শিশুমনে নবীজির জীবনকে উপস্থাপন করতে হবে। প্রত্যেকটি পরিবারে কমপক্ষে দশটি সিরাতগ্রন্থ দিয়ে একটি পারিবারিক পাঠাগার গড়ে তুলতে হবে। তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত ও সর্বোত্তম আদর্শ। তিনি বিশ^বাসীকে একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা ও নির্মল সংস্কৃতি দিয়ে গেছেন। যে জীবনব্যবস্থা ও সংস্কৃতি সর্বকালের সর্বযুগের সকল মানুষের জন্য প্রযোজ্য।
শনিবার (৭ অক্টোবর) নগরীর দরগাহ গেইটস্থ শহীদ সোলেমান হলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) আয়োজিত নাতে রাসুল, কেরাত, ক্যালিগ্রাফি ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঈদে মিলাদুন্নবী উদযাপন উপকমিটির আহবায়ক অধ্যক্ষ কবি কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সভাপতি কবি রাগিব হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সৈয়দ মবনু। ঈদে মিলাদুন্নবী উদযাপন উপকমিটির সদস্য সচিব জাহেদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেমুসাসের সহসভাপতি আফতাব চৌধুরী, কেমুসাসের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী ও প্রতিযোগিতার বিচারকদের পক্ষে কবি নাজমুল আনসারী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ তাহের, কার্যকরী পরিষদ সদস্য ও উদযাপন কমিটির সদস্য ফায়যুর রাহমান ও কামরুল আলম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলওয়াত করেন মাহমুদুর রহমান ফাহিম। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী আলিফ নুর ও হোসাইন শাহরিয়ার রাজি। অনুষ্ঠানে দশটি গ্রুপে প্রতিযোগিতায় অংশগ্রহকারী বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
প্রতিযোগিতায় ক্বেরাত ‘ক’ গ্রুপে মো. সামহান ১ম, মোছা. শিফা বেগম জান্নাতুন নাঈম এ্যালি যৌথভাবে ২য়, ওমর আহমদ সাঈদ, আশরাফ আহমদ যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করে। ক্বেরাত ‘খ’ গ্রুপে মাহমুদুর রহমান ফাহিম ১ম, আয়াত আফতাবোন ইসলাম ২য়, মো. সাদমান আহমদ সামী তৃতীয় স্থান অর্জন করে। নাতে রাসূল (সা.) ‘ক’ গ্রুপ হাবীবা বিনতে হুসাইন ১ম, জাহিদ জাফর ২য়, নুসরাত মেহজাবিন ৩য় স্থান অর্জন করে। নাতে রাসূল (সা.) ‘খ’ গ্রুপ মাশহুদা আক্তার সায়মা ১ম, জান্নাতুল আদনী চৌধুরী ২য়, মাহমুদ মারজান ৩য় স্থান অর্জন করে। ক্যালিগ্রাফি ‘ক’ গ্রæপ ফাইজা ইসলাম মীরা ১ম, আফনানুল করিম চৌধুরী ২য়, ফাতেমা তাযকিয়া চৌধুরী ৩য় স্থান অর্জন করে। ক্যালিগ্রাফি ‘খ’ গ্রæপ সাওমা হক ১ম, তাজকিরা বিনতে মাহবুব ২য়, মো. আহসান সামী ভূইঁয়া ৩য় স্থান অর্জন করে। ক্যালিগ্রাফি ‘গ’ গ্রুপ জায়ারা আফরিন চৌধুরী ১ম, মাহবুবা নিসা হোসেন ২য়, মোছা: মারিয়া তানজিনা ৩য় স্থান অর্জন করে। রচনা ‘ক’ গ্রুপ আফনানুল করিম চৌধুরী ১ম, মো. ইসরাইল আলী ২য়, মো. রফিকুল ইসলাম সায়েম ৩য় স্থান অর্জন করে। রচনা ‘খ’ গ্রুপ মাহবুবা নিসা হোসেন ১ম, সামিহা সাওদা ২য়, মোছাম্মত বুশরা সাদিয়া ৩য় স্থান অর্জন করে। রচনা ‘গ’ গ্রুপ আব্দুস সবুর ১ম, তানজিদা নূর চৌধুরী ২য় ও মুহসিনা লুবাবা ৩য় স্থান অর্জন কওে স্থান অর্জন করে।
এএন/০৩/১১১০২৩