সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ১০, ২০২৩
০৭:৩৮ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ১০, ২০২৩
০৭:৩৮ পূর্বাহ্ন
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান বলেছেন, আমাদের মধ্যে ঐক্য এবং নেতৃত্বগুণ রয়েছে, তাই আমরা দেশে কিংবা বিদেশে সর্বত্র নিজেদেরকে বিয়ানীবাজারী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আর প্রবাসীরা হলেন আমাদের সকল কাজের প্রেরণার উৎস। এজন্য তাদেরকে আমরা শ্রদ্ধা, সম্মান করি। তাঁরাও দেশ ও এলাকার মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ান। যেমনটি আমরা সমিতির কাজে সর্বদা পাশে পাই আব্দুল্লাহ নানু কে।
রবিবার সন্ধ্যায় নগরের সোবহানীঘাটস্থ একটি চায়নিজ রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্রস্থ বিয়ানীবাজার সমিতি পি.এ-র সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেট এর দাতা সদস্য, কুড়ার বাজার কলেজের দাতা সদস্য বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী, ক্রীড়ানুরাগী ও দানশীল ব্যক্তিত্ব যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা মোহাম্মদ আব্দুল্লাহ নানুর স্বদেশ আগমন এবং বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি, সিলেট কোষাধ্যক্ষ মো. ছাদ উদ্দিন স্থায়ীভাবে বসবাসের জন্য যুক্তরাষ্ট্র গমন উপলক্ষ্যে সমিতি কর্তৃক সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সমিতির সভাপতি সাবেক সিভিল সার্জন ডাঃ এম. ফয়েজ আহমদের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জুবায়ের আহমদ খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাসদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বিয়ানী বাজার জনকল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা লোকমান আহমদ, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন, শেওলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামছ উদ্দিন খান।
সংবর্ধিত অতিথির বক্তব্যে মোহাম্মদ আব্দুল্লাহ নানু বলেন, বিয়ানীবাজার সমিতির নেতৃবৃন্দের আন্তরিকতায় সত্যি আমি অভিভূত। এ সম্মান, ভালোবাসা হৃদয়ে সন্নিহিত থাকবে। তিনি সিলেটে বিয়ানীবাজার সমিতির ভবন নির্মাণে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
বিদায়ী সংবর্ধিত অতিথি কোষাধ্যক্ষ ছাদ উদ্দিন বলেন, পরিবারের সাথে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছি। আমি আমৃত্যু সমিতির উন্নয়নে কাজ করব।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জমসেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুদ দাইয়ান, সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ, জেলা যুবলীগ নেতা আহমদ আহমদ হোসেন খান, সমিতির দপ্তর সম্পাদক মো. রাজ্জাকুজ্জামান চৌধুরী প্রমুখ। বক্তারা আব্দুল্লাহ নানুর সমিতির সকল কর্মকাণ্ডে সহযোগিতার হাত প্রসারিত করায় ভূয়সী প্রশংসা করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ব্যাংকার আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক কবির আহমদ সিদ্দিকী, সমিতির প্রচার সম্পাদক সোলেমান আহমদ, প্রকাশনা সম্পাদক ও বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী সুমন, সদস্য ইসমত ইবনে ইসহাক সানজিদ, অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির সদ্য সাবেক সভাপতি মাসুদ হোসেন খান, সিলেট সিটি করপোরেশনের ২২ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ফজলে রাব্বি চৌধুরী মাসুম, প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শহীদুল হাসান, পরে উপস্থিত সকলেই নৈশভোজে অংশগ্রহণ করেন।
এএন/০৩/১০১০২৩