রোটারী ক্লাব অব সিলেট ৩২৮২ বাংলাদেশের সেমিনার অনুষ্ঠিত

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ১০, ২০২৩
০৬:৪৭ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১০, ২০২৩
০৬:৪৭ পূর্বাহ্ন



রোটারী ক্লাব অব সিলেট ৩২৮২ বাংলাদেশের সেমিনার অনুষ্ঠিত


রোটারী ক্লাব অব সিলেটের উদ্যোগে রোটারী কানেকটিং ফর কমিউনিটি এর উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে সিলেট নগরীর পূর্বজিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে এই সভার আয়োজন করা হয়।

রোটারী ক্লাব অব সিলেট ৩২৮২ এর ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ভানুজয় দাশ পিএইচএফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পিডিজি রোটারিয়ান শহীদ আহমদ চৌধুরী, কি-নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্ণেল এম. আতাউর রহমান পীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসাইন্ড এসিস্ট্যান্ট গভর্ণর পিপি আলী আশরাফ চৌধুরী, এসাইন্ড ডেপুটি গভর্ণর পিপি কাজী মো. হুমায়ুন কবির। ক্লাবের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন, পিপি রোটারিয়ান মো. রিয়াজুল ইসলাম। ধন্যবাদ বক্তব্য রাখেন, পিপি প্রিন্সিপাল সৈয়দ মুহাদ্দিস আহমদ।

অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অব জালালাবাদের প্রেসিডেন্ট মো. মনসুর আল বাসেত, রোটারী ক্লাব অব সিলেট কসমপলিটনের প্রেসিডেন্ট পিপি কপিল উদ্দিন বাবলু, এসিস্ট্যান্ট গভর্ণর পিপি মোহাম্মদ মামুন আহমদ প্রমুখ।

ক্লাব সেক্রেটারী রোটারিয়ান কামাল হোসেন আরএফএসএম ক্লাবের পরবর্তী সভার তারিখ ঘোষণা করেন। ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান ভানুজয় দাশ পিএইচএফ উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। সভার শেষ পর্যায়ে মনোজ্ঞ গান পরিবেশন করেন রোটারিয়ান রাহুল সরকার। 

এএন/০১/১০১০২৩