সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০৯, ২০২৩
১০:৩৩ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৯, ২০২৩
১০:৩৫ অপরাহ্ন
সিলেট নগরের জিন্দাবাজারে দিন-দুপুরে মার্কেটের ভেতর দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
আজ সোমবার (৯ অক্টোবর) সকাল ১০টা থেকে ১০টা ৪০ মিনিটের মধ্যে নগরের জিন্দাবাজারের মিলেনিয়াম মার্কেটের নিচ তলার মোবাইলের দুটি দোকানে এই চুরি সংগঠিত হয়।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মিলেনিয়াম মার্কেটের নিরাপত্তাকর্মীকে কৌশলে পান আনতে পাঠায় তারা। পরে নিচ তলার ৭ এবং ২২ নং দোকানের তালা ভেঙে প্রবেশ করে তিনজন ব্যক্তি। দোকানে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যায় তারা। যাতে হুট করে বিষয়টি চোখে না পড়ে সেজন্য যাওয়ার সময় দোকানে নতুন করে তালা লাগিয়েও যায় চোরেরা।
মার্কেটের ‘সেলটেক’ নামের মোবাইলের দোকানের মালিক নোমান আহমেদ জানান, সকালে জানতে পারি মার্কেটের ৭ নাম্বার দোকান মোবি হাট চুরি হয়েছে। পরে আমার দোকান খুলে দেখি দোকানের সব মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে গেছে চোরের। দোকানে প্রায় ৩০ লাখ টাকার মালামাল ছিল। আর মোবি হাটে প্রায় ৪০ লাখ টাকার মালামাল ও টাকা ছিল।
এ ঘটনায় থানায় কোতোয়ালী মডেল থানার মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ ও ডিবির টিম পরিদর্শন করেছে। ঘটনার সাথে জরিতদের আটকের চেষ্টা চলছে।
এএফ/১৩