শাবিপ্রবি প্রতিনিধি
অক্টোবর ০৯, ২০২৩
১২:০৬ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৯, ২০২৩
০৫:৪০ অপরাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অঙ্গপ্রতিষ্ঠান শাহজালাল ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।
আজ রবিবার (০৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং সাবেক সহকারী প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার সঠিক পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় তৎপর রয়েছে। মাদকমুক্ত, সুন্দর পরিবেশে শিক্ষার্থীদেরকে ভবিষ্যত বাংলাদেশের কারিগর হিসেবে গড়ে তুলতে হবে। ইতোমধ্যে আমরা ইউনিভার্সিটি স্কুলটিকে কলেজে রুপান্তরিত করেছি। স্কুলের উন্নয়ন কাজও চলমান রয়েছে। আশা করছি এখানে শিক্ষার্থীরা ভালোভাবে পড়াশোনা করার সুযোগ পাবে।
অনুষ্ঠানে স্কুলের সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমেদের সভাপতিত্বে এবং দিগ্বিজয় চক্রবর্তী পলাশের সঞ্চালনায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাদশ শ্রেনির শিক্ষার্থী আরাফাত রহমান।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গর্ভনিং বডির সদস্য সহযোগী অধ্যাপক রাজিক মিয়া, প্রিন্সিপাল কাজী আতাউর রহমান, পৌরনীতির শিক্ষক মাসুম আহমেদসহ স্কুলের বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এএফ/১৬