খেলা ডেস্ক
অক্টোবর ০৮, ২০২৩
০৯:৩৩ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৮, ২০২৩
০৯:৩৯ অপরাহ্ন
জাতীয় ক্রিকেট লিগের ২৫তম আসরে সিলেট ক্রিকেট দলের জার্সির স্পন্সর হয়েছে বিদ্যুৎখাতে সিলেটের স্বনামধন্য প্রতিষ্ঠান বারাকা পাওয়ার লিমিটেড।
আজ রবিবার (৮ অক্টোবর) সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে সিলেট দলের ক্রিকেটার ও অফিসিয়ালদের কাজে প্র্যাকটিস জার্সি তুলে দেওয়া হয়।
![]()
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল , ক্রিকেট বোর্ড কাউন্সিলার মাহি উদ্দিন সেলিম, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আফজাল রশীদ চৌধুরী, স্পন্সার প্রতিষ্ঠান বারাকা পাওয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, বিভাগীয় ক্রিকেট কমিটির সম্পাদক ফরহাদ কোরেশী , বিভাগীয় কোচ রাজিন সালেহসহ বিভাগীয় দলের খেলোয়াড় ও অফিসিয়াল বৃন্দ।
এএফ/১৪