সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০৮, ২০২৩
০৪:৫৯ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৮, ২০২৩
০৪:৫৯ অপরাহ্ন
সিলেটের খ্যাতিনামা সাংষ্কৃতিক সংগঠন শ্রুতি সিলেট ২৪ বছরে পদার্পণ করছে আগামী ১৪ অক্টোবর।
বর্ষা অবসানে স্নাত আর স্নিগ্ধ শরতের আগমনে শিউলী, কামিনী ঘ্রাণ ছড়িয়ে বর্ষপূর্তি উপলক্ষে শ্রুতি আয়োজন করেছে বর্ণালী অনুষ্ঠানের।
আগামী শনিবার (১৪ অক্টোবর) বিকাল চারটায় নগরের রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠার ২৪ বছরে পদার্পণ অনুষ্ঠান।
অনুষ্ঠানের আয়োজনমালায় থাকছে, নৃত্য,আবৃত্তি,সংগীত এবং একক পরিবেশনা।
অর্ধদিবস ব্যাপী এই বর্ণাঢ্য আয়োজনে সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করা হয়েছে শ্রুতি সিলেটের পক্ষ থেকে।
এএ্ফ/০৩