নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ০৫, ২০২৩
০৭:৩৮ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৫, ২০২৩
০৭:৩৮ অপরাহ্ন
সিলেটে হত্যা ও মাদক মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া মাদকের মামলায় আরও দুই আসামিকে ৫ বছর করে সাজা এবং তিনজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৫ অক্টোবর) দুপুরে সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মশিউর রহমান চৌধুরী আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার গুলনি চা বাগানের মৃত মুকুল কুর্মীর ছেলে সুভাস খুর্মী ওরফে মেটন । মামলার রায়ে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। মাদক মামলায় একই উপজেলার পশ্চিম খালের পাড় গ্রামের হাজী শহীদ উদ্দিন ওরফে শহির আলীর ছেলে আব্দুল মালিক ওরফে লিটন ওরফে লম্বা লিটন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নিজাম উদ্দিন।
এএফ/১৬