শিশুর চিকিৎসা সহায়তায় শাবিপ্রবিতে বইমেলা

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০৫, ২০২৩
০৭:৫৩ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০৫, ২০২৩
০৭:৫৩ পূর্বাহ্ন



শিশুর চিকিৎসা সহায়তায় শাবিপ্রবিতে বইমেলা

শাবিপ্রবিতে আয়োজিত বইমেলার একটি স্টলে বইপ্রেমিদের ভিড়,: ছবি- শেখ নাসির


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থানের উদ্যোগে একটি শিশুর চিকিৎসা সহায়তায় আয়োজন করা হয়েছে বই মেলার।

উল্লেখ্য, ১ বছর বয়সী শিশু তাহসিন অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট রোগে আক্রান্ত। তার চিকিৎসা সহায়তার জন্য “জ্ঞানগর্ভে হৃদস্পন্দন” মোটোকে সামনে রেখে “স্বপ্নোত্থান বইমেলা ২০২৩” আয়োজন করা হয়। যেটার লভ্যাংশ ব্যয় হবে শিশুটির চিকিৎসা জন্য বলে জানান আয়োজকরা।

এএন০৬/০৫১০২৩