লন্ডন সংবাদদাতা
অক্টোবর ০৫, ২০২৩
০৪:৩৮ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৫, ২০২৩
০৪:৫১ পূর্বাহ্ন
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘প্রবাসীরা হচ্ছেন আমাদের দেশের সবচেয়ে বড় বৈদেশিক মুদ্রার যোগানদাতা। তাদের শ্রমে-ঘামে সমৃদ্ধ হয় দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার। সেই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে নানা ক্ষেত্রে উচ্চাসনে থাকা আমাদের প্রবাসী পেশাজীবীদের সঙ্গে কানেকটিভিটি বাড়িয়ে দেশ উপকৃত হতে পারে।’
গত মঙ্গলবার দুপুরে লন্ডনের তাজ হোটেলে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজ-বিবিসিসিআই’র পরিচালকদের সঙ্গে একান্ত আলাপকালে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিবিসিসিআই প্রেসিডেন্ট সাইদুর রহমান রেনু, ডিরেক্টরদের মধ্যে সাবেক দুই প্রেসিডেন্ট শাহগীর বক্ত ফারুক, বশির আহমদ, সহসভাপতি জাহাঙ্গীর হক, ফাইন্যান্স ডিরেক্টর আতাউর রহমান কুটি, ভারপ্রাপ্ত ডিজি দেওয়ান মেহেদী, ডিরেক্টর অ্যান্ড এডভাইজার শফিকুল ইসলাম, ডিরেক্টর এ এইচ নুরুজ্জামান, লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম এবং সিলেটের সিটি করপোরেশেনর নবনির্বাচিত মেয়র আনোরুজ্জামান চৌধুরী।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এনআরবিদের নানা সমস্যা দূরীকরণ ও সম্ভাবনাকে দেশের কাজে ব্যবহার করতেই সরকার ৩০ ডিসেম্বরকে ‘এনআরবি ডে’ হিসেবে ঘোষণা করেছে। এ দিবসের মূল উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা প্রায় এক কোটিরও বেশি প্রবাসীর সঙ্গে দেশের আরও অংশীদারিত্ব বাড়ানো।
সেই লক্ষ্যে আসন্ন এনআরবি ডে জাঁকজমকভাবে পালনের জন্যে বাংলাদেশ হাই কমিশন লন্ডনসহ বিভিন্ন দূতাবাসকে নির্দেশ প্রদান করেছেন।
![]()
মন্ত্রী বলেন, ২০১৭ সালে সিলেটে ঐতিহাসিক এনআরবি ওয়ারল্ড কনভেনশনের সমাপনী অনুষ্ঠানে আমি নিজে দিবসটি বেসরকারিভাবে পালনের জন্য তারিখ ঘোষণা করেছিলাম।
উল্লেখ্য, ২০১৭ সালের অক্টোবরে বিবিসিসিআই আয়োজিত এনআরবি কনভেনশনের সমাপনী অনুষ্ঠানে ঢাকা রিজেন্সী হোটেলে পররাষ্ট্রমন্ত্রী প্রতি বছর ৩০ ডিসেম্বর এনআরবি ডে’র ঘোষণা দেন। যা গতবছর থেকে সরকারিভাবে পালনের স্বীকৃতি পায়। একান্ত আলাপকালে মন্ত্রী সিলেটের নবনির্বাচিত মেয়র আনোরুজ্জান চৌধুরীকে ৩০ ডিসেম্বর এনআরবি ডে উপলক্ষে তিন দিনব্যাপী একটি উৎসব আয়োজনের পরামর্শ দেন এবং মেয়র তাতে সম্মতি প্রকাশ করেন।
এএফ/০২