সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০৫, ২০২৩
০৩:৩১ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৫, ২০২৩
০৩:৩১ পূর্বাহ্ন
কুড়িগ্রামে চারণকবি রাধাপদ রায়ের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৪ অক্টোবর) বিকেল ৪ টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সংসদের সাধারণ সম্পাদক এন এইচ প্রান্তিকের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ সন্দ্বীপ দাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, ছাত্র ইউনিয়ন মুরারিচাঁদ কলেজ সংসদের সভাপতি পংকজ চক্রবর্তী জয়, ক্ষিণ সুরমা উপজেলা সংসরে সাংগঠনিক সম্পাদক মিজু আহমেদ কামরান, মিসবাহ জামিল।
এ ছাড়াও সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন, পরিবেশকর্মী শাহ সিকান্দার আহমদ শাকির, সম্মেলিত সামাজিক আন্দোলনের সন্দ্বীপন শুভ, হেলাল নুর প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘কুড়িগ্রামে রাধাপদ রায়ের উপর হামলা মূলত বাঙালি সংস্কৃতির উপর হামলা। রাধাপদ রায়কে নির্যাতনের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও সংস্কৃতিজনের উপর হামলা-নির্যাতনের ঘটনা ঘটছে।’
তারা বলেন, ‘কিছুদিন আগেও দেশের বিভিন্ন স্থানে বাউলশিল্পী ও নাট্যকর্মীর উপর হামলা, বাউলের বাদ্যযন্ত্র ও পাণ্ডুলিপিতে আগুন ধরিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে, যার কোনোটিই রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোযোগ আকর্ষণ করতে পারেনি। আমরা হামলায় জড়িতদের সুষ্ঠু বিচারসহ সারাদেশে সংগঠিত সব সাম্প্রদায়িক হামলার বিচার দাবি করছি।’
এএফ/১০