ফের সিলেটে ভারতীয় চিনি জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক


অক্টোবর ০৪, ২০২৩
১১:৫৮ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৫, ২০২৩
১২:০৫ পূর্বাহ্ন



ফের সিলেটে ভারতীয় চিনি জব্দ, আটক ২


আবারও সিলেটে চিনির চালান আটক করেছে পুলিশ। এবার সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে চিনি বড় চালান জব্দ করে তারা। এ ঘটনায় ৯৯ বস্তা চিনি ছাড়াও ২টি পিকআপসহ ২ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোয়াইন গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে মো. দারা মিয়া (২৬) এবং জৈন্তাপুর উপজেলার নুরুল আবেদীনের ছেলে মো. সাহেল আহম্মদ (২০)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও চারজন পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল সাড়ে ছয়টায় গোয়াইনঘাট থানাধীন ০৪ নং লেংগুরা ইউনিয়নে দুটি পিকআপ তল্লাশি করলে ৫০ কেজি ওজনের ৯৯ বস্তা ভারতীয় চিনিসহ দুইজনকে আটক করা হয়। এ সময় আরো ৪ জন সহযোগী পালিয়ে যায়। 

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, চেকপোষ্টে তল্লাশি করায় সময় ৯৯ বস্তা ভারতীয় চিনি ও ২ টি পিকআপ সহ ২ জনকে আটক করা হয়েছে। মামলা দায়েরের মাধ্যমে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

@@

এর আগে গতকাল মঙ্গলবার অবৈধ পথে ভারত থেকে আনা চিনির চালান ট্রাকে বালুর নিচে চাপা দিয়ে অভিনব পন্থায় নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে ধরা পড়ে চিনির বড় চালান। এসময় ১৫০ বস্তা চিনি ও এ কাজে ব্যবহৃত ট্রাক জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে একজনকে।  

গতকাল সকাল সাতটায় সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর গোয়ালাবাজারের ইলাশপুর এলাকায় থেকে ভারতীয় চিনিভর্তি ট্রাকটি জব্দ করা হয়।

ট্রাক থেকে ৫০ কেজি ওজনের ১৫০ বস্তা থেকে মোট ৭ টন চিনি জব্দ করা হয়েছে। পাশাপাশি চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ওই ট্রাকের চালক সিলেটের জৈন্তাপুরের উত্তর ঘাটেরচটি গ্রামের নিজাম উদ্দিনকে (২৯) আটক করা হয়েছে।

পুলিশ জানায়, চোরাচালান প্রতিরোধে গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগরের সিলেট-ঢাকা মহাসড়কে তল্লাশিচৌকি বসায় পুলিশ। এ সময় একটি ট্রাক জব্দ করা হয়। প্রাথমিকভাবে বালুর ট্রাক মনে করেছিল পুলিশ। তবে তল্লাশি করতে গিয়ে চিনির বস্তার অস্তিত্ব পাওয়া যায়। এরপর ট্রাকের চালকসহ চিনির চালান জব্দ করা হয়। ট্রাকটি থানায় নিয়ে বালু সরিয়ে দেখা যায়, থরে থরে সাজানো ১৫০টি বস্তা। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হলেও চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত জৈন্তাপুরের হরিপুরের সাদিক মিয়া ও কামরুল ইসলাম পালিয়ে যান।

সিলেটের সহকারী পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট) মো. সম্রাট তালুকদার সিলেট মিরর-কে বলেন, আটক ব্যক্তি ও পলাতকদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। গ্রেপ্তার নিজাম উদ্দিনকে আদালতে পাঠানো হয়েছে। জব্দ করা মালামাল থানায় রাখা হয়েছে। তিনি বলেন, পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।


এএফ/০৯