সিলেটে পুলিশের জালে পেশাদার মোটরসাইকেল চোর

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০৪, ২০২৩
০৯:৫৩ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৪, ২০২৩
১০:১৫ অপরাহ্ন



সিলেটে পুলিশের জালে পেশাদার মোটরসাইকেল চোর


সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে চোরাই মোটরসাইকেলসহ মো. কয়েছ আহমেদ(৩৭) নামে পেশাদার এক মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ বুধবার (৪ অক্টোবর) ভোর পাঁচটায় সিলেট-তামাবিল মহাসড়কের জমশেদপুর রিসোর্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া কয়েছ সিলেট নগরের মোগলাবাজার থানাধীন গোটাটিকর পূর্বপাড়ার শহিদ আলীর ছেলে। তার বিরুদ্ধে সিলেটের বিভাগের বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট) মো. সম্রাট তালুকদার। 

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে সিলেট নগর ও আশপাশ এলাকায় মোটরসাইকেল চুরি বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে কদমতলী এলাকার প্রবীণ মুরব্বী সাবেক বিডিআর সদস্য কবির আলী, সাংবাদিক এম এ মালেক সহ একাধিক ব্যক্তির মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে।


এএফ/০৮