সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০৪, ২০২৩
০৭:৩০ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৫, ২০২৩
১২:৩৮ পূর্বাহ্ন
সিলেটের কৃতি সন্তান, লন্ডন ব্যুরো অব ক্যামডেন-এর মেয়র নাজমা রহমানকে সংবর্ধনা দিয়েছে সিলেট জেলা ক্রীড়া সংস্থা। মঙ্গলবার সন্ধ্যায় জেলা ক্রীড়া ভবনের হলরুমে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের।
সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ফেরদৌস চৌধুরী রুহেল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আজাদুর রহমান আজাদ, সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক ইমরান আহমদ, সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী এবং সংবর্ধিত ব্যক্তিত্ব লন্ডন ব্যুরো অব ক্যামডেন-এর মেয়র নাজমা রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক হানিফ আলম চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য দীপাল কুমার সিংহ, সিলেট জেলার জেলা ক্রীড়া অফিসার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য মোঃ নূর হোসেন, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য মোঃ সিরাজ উদ্দিন, ক্রীড়া সংগঠক চন্দন ভৌমিক, রিয়াজ উদ্দিন হেলাল, আক্কাছ উদ্দিন আক্কাই, আহমেদ আলী মেনাই, হীরক দে পাপলু, এহতেশামুল হাছান লয়েছ, সিলেট জেলা ব্যাডমিন্টন কমিটির সম্পাদক মোঃ লিয়াকত হোসেন ও সহকারী সম্পাদক রুয়াইব আহমদ রুয়েব, সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যান সমিতির সভাপতি রুবেল আহমদ নান্নু, সহ-সভাপতি আজাদুর রহমান চঞ্চল ও সাধারণ সম্পাদক গোলাম জাকারিয়া চৌধুরী শিপলু, ১ম বিভাগ ফুটবল লীগ কমিটির সদস্য রাফায়েত মালিক রাফি, ক্রিকেট কোচ পলাশ কর, ফুটবল কোচ আজিজুর রহমান, সালাহউদ্দিন রাজু, কামরুল হাসান, কারাতে কোচ এ.এ.এম. মাসুদ রানা, উশু কোচ মো. আনোয়ার হোসেন ও বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়বৃন্দ প্রমুখ।
এএন/০৪/০৪১০২৩