সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০৪, ২০২৩
০৬:০৮ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৪, ২০২৩
০৭:৩৯ অপরাহ্ন
সিলেটের বিমানবন্দর থানাধীন ধোপাগুলে পাথর ভাঙার মেশিন থেকে পাথর ছিটকে মুখে লেগে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটায় এ ঘটনা ঘটে।
নিহত আরিফ মিয়া (২০) বিমানবন্দর থানাধীন সাহেববাজার এলাকার আলীনগর গ্রামের আমিন মিয়ার ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সিপন।
তিনি বলেন, আরিফ ধোপাগুলে মামুন মিয়ার নামের একজনের পাথর ভাঙর মেশিনে শ্রমিক হিসাবে কাজ করতো। আজ (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি পাথর ছিটকে গিয়ে সরাসরি তার মুখে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসত তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে জানিয়ে তিনি বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। আরিফের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এএফ/০১