সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০৩, ২০২৩
১১:০৩ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৪, ২০২৩
০৫:১২ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবার। গতকাল সোমবার সন্ধ্যার দিকে উপজেলার চণ্ডীপুল এলাকার শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।
নিহত শিশু আবদুল ওয়াহাব (১২) বগুড়ার ধুনট উপজেলার সৈলমারি উত্তরপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। শিশুটির পরিবার দক্ষিণ সুরমার ওই কমিউনিটি সেন্টার ভবনে ভাড়া থাকে।
নিহত শিশুর চাচা এবং শুভেচ্ছা কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপক আজির উদ্দিন বলেন, গতকাল বিকেলে আবদুল ওয়াহাব বন্ধুদের সঙ্গে ওই ভবনটির তৃতীয় তলার ছাদে ফুটবল খেলছিল। কমিউনিটি সেন্টারের পাশাপাশি দুটি ভবন। দুটিই লাগোয়া থাকায় এক ছাদ থেকে অন্য ছাদে যাতায়াত করা যায়। খেলার একপর্যায়ে আবদুল ওয়াহাব পার্শ্ববর্তী ভবনের ছাদে চলে যায়। ওই ছাদে ওয়াহাব একাই ছিল। সে আর খেলায় অংশ নেয়নি। এক পর্যায়ে সন্ধ্যার আগে তার বন্ধুরা খেলা শেষ করে বাসায় চলে যায়। কিন্তু সন্ধ্যার পরও ওয়াহাব বাসায় না ফেরায় তাকে খোঁজা শুরু করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে তাকে ভবনটির নিচ থেকে আহত অবস্থায় উদ্ধার করেন তাঁরা। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজির উদ্দিন বলেন, ওই ভবনে কেউ ছিল না। এতে ধারণা করা হচ্ছে, আবদুল ওয়াহাব কোনোভাবে একাই ছাদ থেকে পড়ে গিয়েছিল। এ জন্য পরিবার কারও বিরুদ্ধে অভিযোগ করেনি। মা–বাবা তার লাশ বগুড়ায় দাফনের জন্য নিয়ে গেছেন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা বলেন, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় কোনো অভিযোগ নেই। শিশুটির লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রথম আলো/এএফ-১৪