সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০৩, ২০২৩
০৭:১৮ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০৩, ২০২৩
০৭:১৮ অপরাহ্ন
"ঘাড়ের উপর স্বৈরাচার, রাজপথে এসো মিছিলে-স্লোগানে চাইলে নিজের অধিকার" স্লোগানকে ধারণ করে শনিবার (৩০ সেপ্টেম্বর) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের ভূগর্ভস্থ কক্ষে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের (একাংশ) ৩৬তম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
মনীষা ওয়াহিদকে সভাপতি, মাশরুখ জলিলকে সাধারণ সম্পাদক এবং শাহীনুর রহমানকে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করার মাধ্যমে দুটি সদস্যপদ ফাকা রেখে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়।
জেলা সংসদের দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন সহ সভাপতি সন্ধ্যা রানী বারাইক, -সহ সভাপতি আসমা আক্তার, সহকারী সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ সোহাগ কর্মকার, দপ্তর সম্পাদক সাগর দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহির আহমেদ জনি, বিজ্ঞান-প্রযুক্তি বিষয়ক সম্পাদক শিপলু শর্মা, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রান্তিক দীপম, সাংস্কৃতিক সম্পাদক নির্জন চন্দ্র রায় তীব্র, স্কুল-ছাত্র বিষয়ক সম্পাদক মিশু চৌধুরী, ক্রীড়া সম্পাদক ডোনা রানী দেব, সদস্য সুব্রত ঘোষ, সদস্য ঋত্বিক নায়েক, সদস্য শিপন গোয়ালা, সদস্য কো-অপ্ট ।
নবনির্বাচিত নেতৃত্বকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক তামজিদ হায়দার চঞ্চল। পরবর্তীতে সংগঠনের সাবেক-বর্তমান সদস্যবৃন্দের একটি যৌথ মিছিলের মাধ্যমে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের নতুন নেতৃত্ব শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এএন/১১/০৩১০২৩