নারীদের তথ্য অধিকার চর্চায় আরও বেশি উৎসাহিত করা দরকার

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০৩, ২০২৩
০৭:০১ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০৩, ২০২৩
০৭:০১ অপরাহ্ন



নারীদের তথ্য অধিকার চর্চায় আরও বেশি উৎসাহিত করা দরকার
প্রকল্পের পরিচিতি সভায় জেলা প্রশাসক শেখ রাসেল হাসান


সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্প খুবই সহায়ক হিসেবে কাজ করবে। কারণ তথ্য পাওয়া সকল মানুষের অধিকার এবং তথ্য প্রদান করা সংশ্লিষ্ট কর্মকর্তার দায়িত্ব। বিশেষ করে নারীদের তথ্য অধিকার চর্চায় আরও বেশি উৎসাহিত করা দরকার। 

তিনি রোববার (১অক্টোবর) বেলা ২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ইউএসএইড এবং দ্যা কার্টার সেন্টার এর সহযোগিতায় আইডিয়া কর্তৃক বাস্তবায়িত “তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি”-শীর্ষক প্রকল্পের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

নানা প্রতিবন্ধকতা নারীকে তার অধিকার থেকে বঞ্চিত রাখতে পারে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, এসব ক্ষেত্রে আমাদের সকলকে নিজনিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। নারীকে এগিয়ে যাওয়ার প্রেরণা দিতে হবে। বিশেষ করে আমাদের পিছিয়ে পড়া লোকজন এবং গ্রামের নারীদের তথ্য প্রাপ্তিতে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করতে হবে। এই প্রকল্প স্থানীয় পর্যায়ে মানুষকে তথ্য জানাতে আগ্রহী করে তুলবে বলেও মন্তব্য করেন তিনি। আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হকের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক নাজিম আহমদের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন। শুরুতে প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন দি কার্টার সেন্টার এর সিনিয়র প্রোগ্রাম অফিসার রুকসানা আফরোজ।

অনুষ্ঠানে তথ্য অধিকার আইন বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য কি কি কাজ বাস্তবায়ন করা হবে তা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশেন এর মাধ্যমে উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী তামান্না আহমদ। তিনি তার উপস্থাপনায় বলেন সিলেট জেলার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট এবং বালাগঞ্জ উপজেলার ২টি করে মোট ৬টি ইউনিয়নে নারী, যুবক এবং সেবাপ্রদাকারী অংশীজন সহ মোট ৬৪৪৫ জন উপকারভোগীদের মধ্যে প্রকল্প কার্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রকল্প কার্যক্রমের উপর উপস্থাপনার পর মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা পর্যায় থেকে আগত ইউনিয়ন পরিষদ চেয়াম্যান সহ অন্যান্য সরকারী বেসরকারী অংশীজন।  

এএন/০৭/০৩১০২৩