শাবিপ্রবি প্রতিনিধি
অক্টোবর ০৩, ২০২৩
১২:৪৭ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০৩, ২০২৩
১২:৪৭ পূর্বাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তরুণদের যুগোপযোগী করে গড়ে তোলা আমাদের লক্ষ্য। কারণ তরুণরাই এ দেশের মূল চালিকা শক্তি।
আজ সোমবার ( ০২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে আয়োজিত "সময়, সম্পদ এবং চিন্তাশীল প্রচেষ্টা: যুবসমাজের জন্য শক্তিশালী ও সুযোগ তৈরি" শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, তরুণদের যুগোপযোগী করে গড়ে তোলতে আমরা বিভিন্ন ধরণের উদ্যোগ নিয়েছি। দেশে প্রথমবারের এই বিশ্ববিদ্যালয়ে ই-সার্টিফিকেট চালু করা হচ্ছে, যা সারা বিশ্বে গ্রহণযোগ্য। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল লাইব্রেরি চালু করা হয়েছে। এছাড়া সর্বক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা তৎপর।
কর্মশালায় ইন্সটিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি'র (আইআইসিটি) পরিচালক অধ্যাপক ড. মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
সেমিনারে কি নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন লন্ডন কেমেডনের মেয়র নাজমা রহমান।
এএফ/১১