সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০১, ২০২৩
০৭:৩৫ অপরাহ্ন
আপডেট : অক্টোবর ০১, ২০২৩
০৭:৩৫ অপরাহ্ন
সিএনজি ফিলিং ষ্টেশনে অগ্নিকান্ডে নিহত-আহত ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের নিয়ে বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার মের্সাস বিরতি সিএনজি ফিলিং স্টেশন এর অগ্নিকান্ডে নিহত এবং যারা চিকিৎসাধীন আছেন এবং যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের পরিবারের সদস্যদের নিয়ে বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন, সিলেট বিভাগের অফিসে মানবিক দৃষ্টি কোন থেকে সহমর্মিতা ও সহযোগিতা করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরী’র সভাপতিত্বে ও এসোসিয়েশনের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- হুমায়ুন আহমদ, ফয়েজ উদ্দিন আহমদ, আখতার ফারুক লিটন, মুহাম্মদ উস্তার আলী, এ এম পান্না, মো. হারিছ আলী,মেহেদী আফসার, মো. পায়েল, মো. গিয়াস উদ্দিন, খোকন আহমদ, জুয়েল দাস, অসিত কুমার, হাফিজ শামিম, গনি মিয়া, মো. জসীম উদ্দিন আব্দুছ, মওলানা আবু বকর চৌধুরী, আওলাদ মিয়া, রুমান মিয়া, লিটন আহমদ, অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, খলিউর রহমান ফয়সল, আহমদ জিন্নুন দারা, আতাউর রহমান প্রমুখ। সভায় দোয়া ও মোনাজাত করেন মাওলানা আবু বকর চৌধুরী।
সভার প্রধান আলোচ্য বিষয় অনুযায়ী মের্সাস বিরতী সিএনজি ফিলিং ষ্টেশনে অগ্নিকান্ডে যারা নিহত এবং চিকিৎসাধীন রয়েছেন এ বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় নিহত ও আহতদের পরিবারের সদস্য সেই দিনের ঘটনার বর্ণনা ও আর্তনাত শুনে উপস্থিত সবাই মর্মাহত ও শোকাহত হন। এই ঘটনায় নিহতদের প্রতি এসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং বিদেহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। গুরুত আহত হয়ে যারা চিকিৎসাধীন আছেন তাদেরকে যেন আল্লা পাক যেন দ্রুত সুস্থ্য করে তোলেন এই কামনা করেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
এএন/১৭/০১১০২৩