সরকার জনগণের আমানত ভোট চুরি করার নকশা তৈরী করছে

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০১, ২০২৩
০৬:৩৩ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ০১, ২০২৩
০৬:৩৩ অপরাহ্ন



সরকার জনগণের আমানত ভোট চুরি করার নকশা তৈরী করছে
গোলাপগঞ্জ উপজেলা খেলাফত মজলিশের গণসমাবেশে মুনতাসির আলী


খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী বলেছেন, দেশের মধ্যে আজ সংকটপূর্ণ মুহূর্ত চলছে। দেশের মানুষ আজ তাদের ভোটাধিকার, ভাতের অধিকার, শান্তিপূর্ণভাবে বেঁচে থাকার অধিকার চায়। জনগণের মৌলিক অধিকার আদায়ের জন্যই খেলাফত মজলিস দেশব্যাপী আন্দোলন সংগ্রাম করছে। এসব আন্দোলনের একমাত্র সমাধানের পথ হচ্ছে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা। আর জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে হলে দলনিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন দিতে হবে। কিন্তু বর্তমান সরকার জানে দলনিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। এমন ভয়েই সরকার পূর্বের ন্যায় রাতের আধারে জনগণের আমানত ভোট চুরি করার নকশা তৈরী করছে। কিন্তু জনগণ আগের মতো বোকা নয়, তারা তাদের ভোটাধিকার কিভাবে ফিরিয়ে আনতে হয় সব জানেন। তাই টালবাহানা না করে ক্ষমতা ছাড়ুন, জনগণকে তাদের নিজের ভোট প্রয়োগের সুযোগ দিন। ভোটের অধিকার নিশ্চিত হলে জনগণের অন্যান্য সকল অধিকারও নিশ্চিত হবে।

শনিবার বেলা ২ টায় গোলাপগঞ্জ চৌমুহনীতে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন, দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, বিতর্কিত শিক্ষানীতি পরিবর্তনসহ ৮ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে গোলাপগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। 

উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হাফিজ মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নেহাল আহমদ, সিলেট মহানগর খেলাফত মজলিসের সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান,  বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্বজেলা সভাপতি মোহাম্মদ রুহুল আমীন।

উপজেলা সহসভাপতি মাওলানা আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রজ্জাকের যৌথ পরিচালনায় শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা নুরুল ইসলাম ও মনোমুগ্ধকর দলীয় সংগীত পরিবেশন করেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আলী। 

বক্তব্য দেন, সিলেট জেলা যুব মজলিসের যুগ্ম আহবায়ক ও গোলাপগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সহসভাপতি হাফিজ মাওলানা ফয়জুর রহমান ফয়েজ,  গোলাপগঞ্জ পৌর খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা আতিকুর রহমান, ইসলামী ছাত্র মজলিস সিলেট পূর্বজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক সালমান আহমদ, উপজেলা খেলাফত মজলিসের ছাত্রবিষয়ক সম্পাদক মাওলানা ইকবাল আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন সভাপতি হাফিজ মাওলানা নুরুল ইসলাম, আলীনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক মাওলানা ইকরামুল হক, গোলাপগঞ্জ উপজেলা যুব মজলিসের আহবায়ক মাহবুব আহমদ শাহনুর, সদস্য সচিব শিপার আহমদ, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস গোলাপগঞ্জ পৌর সভাপতি সাদিকুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আনোয়ার হোসাইন, গোলাপগঞ্জ উপজেলা খেলাফত মজলিসের সহসভাপতি আবু ফেরদাউস, সাজিদুর রহমান, পৌর শাখার সাবেক সভাপতি মাওলানা আব্দুল বাছিত, উপজেলা শাখার অর্থ সম্পাদক মাইনুদ্দিন লিটন, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুছ ওলি, আলীনগর ইউনিয়ন সভাপতি মাহতাব আহমদ প্রমুখ।

এএন/১০/০১১০২৩