বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ সিলেটের ৪ কমিটির অভিষেক সম্পন্ন

সিলেট মিরর ডেস্ক


অক্টোবর ০১, ২০২৩
০৪:৫৩ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ০১, ২০২৩
০৪:৫৩ পূর্বাহ্ন



বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ সিলেটের ৪ কমিটির অভিষেক সম্পন্ন


বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ সিলেট বিভাগ, সিলেট জেলা, সিলেট মহানগর ও সিলেট জেলা যুবক-কিশোর সংসদ সম্মেলন পরবর্তী অভিষেক সম্পন্ন। 

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সিলেট নগরের শিবগঞ্জস্থ শ্রীশ্রী বুড়া শিব বাড়িতে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ সিলেট বিভাগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েলের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি পংকজ ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা সভাপতি অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য্য, গীতা মন্দির সিলেটের আচার্য বিনীত কুমার চক্রবর্তী, অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, অ্যাডভোকেট অসিত রঞ্জন বিশ্বাস।

পঙ্কজ ভট্টাচার্য ও বিয়ানীবাজার প্রেসক্লাবের সভাপতি সজীব ভট্টাচার্য্য এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ সিলেট জেলা সভাপতি বিষ্ণু প্রসাদ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক সামাকান্ত চক্রবর্তী, মহানগর সভাপতি অ্যাডভোকেট মিলন ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক মিহির চক্রবর্তী, বাংলাদেশ ব্রাহ্মণ যুব কিশোর সংসদের সভাপতি অয়নাভ ভট্টাচার্য্য।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্রাহ্মণ সংসদের সার্বিক কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে আন্তরিকতার সাথে কাজ করার আহবান জানানো হয়। 

এএন/০৩/০১১০২৩