সিলেট মিরর ডেস্ক
অক্টোবর ০১, ২০২৩
০৪:৪২ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ০১, ২০২৩
০৪:৪২ পূর্বাহ্ন
মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩০ বাংলার কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) নগরের মীরাবাজারস্থ শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের সহ সভাপতি বিনয় ভূষণ তালুকদার। সভায় প্রধান অতিথি ছিলেন পরিষদের প্রধান সমন্বয়কারী বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডি.জি.এম প্রণব কুমার দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন পরিষদের যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকন, শ্রীমা সারদা সংঘের সম্পাদিকা কবি বিনতা দেবী।
পরিষদের সাধারণ সম্পাদক বাংলাদেশ ব্যাংক সিলেটের যুগ্ম পরিচালক জ্যোতি মোহন বিশ্বাসের স্বাগত বক্তব্যে সূচিত সভায় বিভিন্ন উপ-কমিটির জরুরী সভা আহবান সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য তাগিদ দেওয়া হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি ছড়াকার নিরঞ্জন চন্দ্র চন্দ, নিধীর রঞ্জন সূত্রধর, কবি তারেশ কান্তি তালুকদার, অসিত কুমার সূত্রধর, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যাংকার অরুণ কুমার বিশ্বাস, সহ সম্পাদক ব্যাংকার দ্বীপক কুমার দাশ, মৃণাল কান্তি চৌধুরী মঞ্জু, রজত চক্রবর্ত্তী, মনোজ কান্তি ভট্টাচার্য্য মান্না, অধ্যাপক জ্যোতিষ দাশ, সহ সাংগঠনিক সম্পাদক রমা কান্ত গুপ্ত রূপু, পরিমল দেব শর্মা, কোষাধ্যক্ষ হারাধন দেব প্রভাষ, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা শিক্ষয়িত্রী জয়তী ঘোষ লোনা, সদস্য হিমাংশ লাল গুণ, অ্যাডভোকেট অরবিন্দু সরকার, প্রবাল দেবনাথ অপু প্রমুখ।
পরিষদের শেষ প্রস্তুতি সভা আগামী শুক্রবার ৬ অক্টোবর একই স্থানে একই সময়ে অনুষ্ঠিত হবে। জরুরী এই সভায় পরিষদের উপদেষ্টা, পৃষ্ঠপোষক, কার্যকরী পরিষদের সকল সদস্যবৃন্দের যথাসময়ে উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
এএন/০১/০১১০২৩