সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ২৮, ২০২৩
০৬:২৫ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৮, ২০২৩
০৬:২৫ পূর্বাহ্ন
`পর্যটনে সবুজ বিনিয়োগ'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পর্যটন দিবস ২০২৩ উপলক্ষে টোয়াব সিলেট অঞ্চলের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯ টায় সিলেট সিটিকর্পোরেশন ভবন প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
টোয়াব সিলেট অঞ্চলের চেয়ারম্যান শহীদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন টোয়াব সিলেট অঞ্চলের আহ্বায়ক শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জাকারিয়া আহমদ ও ভাইস প্রেসিডেন্ট ইসমাঈল হোসেন কয়েছ।
টোয়াব সিলেট অঞ্চলের কার্যকরি নির্বাহী সদস্য রোটারিয়ান আলমগীর হোসাইন এর পরিচালনায় আরও বক্তব্য রাখেন কার্যকরি কমিটির সদস্য মো. মোজাম্মেল হোসেন, মো. মুহিবুল হক, দিদার আহমদ, মারুফ আহমদ এবং সিলেটের বিভিন্ন হোটেল ও মোটেল কর্তৃপক্ষের মধ্যে কাজী শহীদুল ইসলাম, নেছারুল হক চৌধুরী, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
র্যালিতে অন্য রকম আকর্ষণ ছিল সিলেটের বিখ্যাত ঘোড়ার গাড়ি ও ব্যান্ড পার্টি। টোয়াবের পক্ষ থেকে সবাইকে টি—শার্ট, ক্যাপ, ছাতা প্রদান করা হয়।
এএন/০৪