সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ২৭, ২০২৩
১০:০৮ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৭, ২০২৩
১০:০৮ অপরাহ্ন
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একটি ভবনের সিঁড়ি থেকে মো. আলী হোসেন (৫২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে হাসপাতালের পরিবার পরিকল্পনা কার্যালয়ের সিঁড়িতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
আলী হোসেন ঢাকার আশুলিয়ার কুন্দলবাগ এলাকার মৃত আবু সিদ্দিকের ছেলে। তিনি পরিচ্ছন্নতাকর্মী হিসেবে ওসমানী হাসপাতালে কর্মরত ছিলেন।
পুলিশ সূ্ত্রে জানা গেছে, আলী হোসেন দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার দিবাগত রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিবার পরিকল্পনা অফিসের সিঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। লাশের পাশে কীট নাশকের একটি বোতল পাওয়া গেছে।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত সুমন কুমার চৌধুরী বলেন, ‘এ ঘটনায় নিহতের মেয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন। নিহতের লাশের পাশে কীটনাশকের বোতল পাওয়ায় ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রাখা আছে।’
এএফ/১১