শিক্ষামন্ত্রী দীপু মনি কাল সিলেট আসছেন

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ২৬, ২০২৩
০৪:২৬ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৬, ২০২৩
০৪:২৬ অপরাহ্ন



শিক্ষামন্ত্রী দীপু মনি কাল সিলেট আসছেন


শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি একদিনের সফরে আগামীকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) সিলেট আসছেন। সিলেট সফরে তিনি সিলেট জেলা স্টেডিয়ামে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতাসহ একাধিক অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

শিক্ষামন্ত্রীর একান্ত সচিব (যুগ্মসচিব) আবু আলী মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

শিক্ষামন্ত্রী দীপু মনি বুধবার সকাল সাড়ে ৭টায় হবিগঞ্জ থেকে সড়ক পথে সিলেট রওয়ানা হবেন। সাড়ে নয়টায় সার্কিট হাউসে এসে পৌঁছার কথা রয়েছে তাঁর। এরপর সকাল ১০টায় নগরের সিলেট জেলা স্টেডিয়ামে  গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

দুপুর ১২টায় নগরের বালুচরে আমানউল্লাহ কনভেনশন সেন্টারে আঞ্চলিক স্কিলম প্রতিযোগিতা ২০২৩ (সিলেট অঞ্চল) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকেল ৪টা ১০ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেবেন।


এএফ/০৪