সিলেট মহানগর যুবলীগের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ২৬, ২০২৩
০৬:৪০ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৬, ২০২৩
০৬:৪৩ পূর্বাহ্ন



সিলেট মহানগর যুবলীগের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু


সাগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে সিলেট মহানগর যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করেছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর কাজলশাহ এলাকায় ১, ২ ও ৩নং ওয়ার্ডে শুরু হওয়া কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি। ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শামিম আহমদের সভাপতিত্বে ও ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফয়ছল তাফাদারের পরিচালনায় প্রধান বক্তা ছিলেন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুবলীগের সহ-সভাপতি ফাইয়াজ খান সলিট, যুগ্ম সাধারণ সম্পাদক সুবেদুর রহমান মুন্না, সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াছি দিনার, গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম সোহেল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এডভোকেট আবুল কাশেম, উপ শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক জিয়াউল হক জিয়া, সহ-সম্পাদক সাদিকুর রহমান সোহাগ, সদস্য জাহিদ হাসান, এমদাদুল হক উবেদ, ইব্রাহিম আহমদ জেসি, ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মুসাদ্দিউন নবী, ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবীর হোসেন রানা, ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. আলী, ১নং ওয়ার্ডের সহ-সভাপতি খুরশেদ আলম খুশী, মো: শাহেদুর রহমান সাহেদ, শেখ লিটন, আব্দুল আহাদ, সুহেল আহমদ, সেলিম আহমদ, বাদশা মিয়া, আব্দুস সালাম লাকি, আশিক আহমদ, তায়েফ আহমদ, আব্দুল মুকিত প্রমূখ। 

এএন/০৪