নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৫, ২০২৩
০৭:৩৬ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৫, ২০২৩
১১:২১ অপরাহ্ন
সিলেটের সারদা স্মৃতি ভবনে নাট্যকর্মীদের উপর হামলার ঘটনায় মো হারুন মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার (২৫ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
হারুন দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার সিলাম টিল্লাপাড়া এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে।
সিসিটিভি ফুটেজ ঘেঁটে শনাক্তের পর সকালের দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সুমন চৌধুরী।
তিনি জানান, জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে।
গত ২১ সেপ্টেম্বর সুরমা তীরে অবস্থিত ঐতিহ্যবাহী সারদা হলে নাট্যকর্মীদের উপর বিএনপির মিছিল থেকে হামলা চালানো হয়েছিল। হামলায় অন্তত ১০ জনের বেশি সংস্কৃতকর্মী আহত হন।
ঘটনায় পরদিন কোতোয়ালি থানায় ৬০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করা হয়।
এএফ/০৩