নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৫, ২০২৩
০৪:৫২ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৫, ২০২৩
১১:২২ অপরাহ্ন
সিলেট নগরে দেবরের ছুরিকাঘাতে জেসমিন বেগম (২২) এক গৃহবধূ খুন হয়েছেন। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জেসমিন কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার বোয়ালিয়া গ্রামের আরিফ মিয়ার (২৮) স্ত্রী। তারা নগরের ছড়ারপাড় এলাকার বাগিচা কোলোনিতে বসবাস করতেন।
এ ঘটনায় আরিফ মিয়ার খালাতো ভাই মো. শাহারুখ আহম্মেদকে (২৪) আটক করেছে পুলিশ। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার কলাহাটি গ্রামের মো. রাজা মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আরিফ মিয়া ও স্ত্রী জেসমিন বেগম প্রায় এক বছর ধরে ছড়ার পাড় এলাকার বাগিচা কোলোনিতে ভাড়া থাকতেন। আরিফ পেশায় ট্রাকচালক। একই কোলোনিতে প্রতিবেশী হিসেবে আরিফ মিয়ার খালাতো ভাইসহ পরিবারের স্বজনরা থাকতেন।
রবিবার রাতে শাহারুখ আহম্মেদের সঙ্গে দ্বন্দ্ব জেরে জেসমিন বেগমকে ছুরিকাঘাত করেন শাহারুখ আহম্মেদ । এসময় স্ত্রীর চিৎকারে স্বামী আরিফ মিয়া এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। এসময় স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নাম্বার ৯৯৯- এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে। পরে স্থানীয়তের সহযোগীতায় তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জেসমিন বেগমকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনাস্থল থেকে শাহারুখ আহম্মেদকে আটক করে পুলিশ। এসময় একটি ছুরিও উদ্ধার করা হয়।
সিলেট কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুমন চৌধুরী বলেন, এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক ভাবে পরিবারের বিরোধ নিয়ে খুন হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এএফ/০২