সালেহ আহমদ খসরু ও দিনার খান হাসুকে বিএনপি থেকে বহিস্কার

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ২৫, ২০২৩
০৬:০৯ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৫, ২০২৩
১০:৩৮ অপরাহ্ন



সালেহ আহমদ খসরু ও দিনার খান হাসুকে বিএনপি থেকে বহিস্কার


দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ করায় দুইজনকে সাময়িক বহিষ্কার করেছে সিলেট মহানগর বিএনপি। রবিবার (২৪ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট মহানগর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির ৪৯ নম্বর নির্বাহী সদস্য সালেহ আহমদ খসরু ও ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির ৪২ নম্বর নির্বাহী সদস্য দিনার খান হাসুকে বিএনপি থেকে সাময়িক বহিষ্কারের বিষয়টি জানানো হয়। 

বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন মহানগর বিএনপির সভাপতি মো. নাসিম হোসাইন।

তিনি বলেন, ‘রোডমার্চের আগেরদিন রাতে নগরের আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শন করেন কেন্দ্রীয় নেতাসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ। এ সময় কেন্দ্রীয় নেতাদের সামনেই জেলা ও মহানগর নেতৃবৃন্দের সঙ্গে অশোভন আচরণ করেন সালেহ আহমদ খসরু ও দিনার খান হাসু। এ ঘটনার প্রেক্ষিতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে তাদের কাছ থেকে জবাব চাওয়া হয়েছে।’

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভৈরব থেকে শুরু হওয়া রোডমার্চের শেষ জনসভা সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। ওই জনসভার পূর্বের দিন ২০ তারিখ রাত সাড়ে ১১টায় রোডমার্চের দলনেতা ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শনকালে জেলা ও মহানগর বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মাঠ পরিদর্শন করেন। পরিদর্শন পরবর্তীকালে কোনো কারণ ছাড়া দায়িত্বশীল নেতৃবৃন্দের সঙ্গে অশোভন আচরণ করেন খসরু ও হাসু। যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী। ২১ তারিখের আলিয়া মাদরাসা মাঠের জনসভার আয়োজনটি বিঘিœত করার উদ্দেশ্য ছিল তাদের। এটাই প্রতীয়মান হয় এ ঘটনায়। এ কার্যকলাপে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের সব পর্যায়ের পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। 

‘কেন স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হবে না’- তা আগামী ৭ দিনের মধ্যে তাদের সপক্ষের বক্তব্য থাকলে নি¤œ মহানগর বিএনপির সভাপতি/সাধারণ সম্পাদক বরাবরে প্রেরণ করার অনুরোধ করা হয়েছে বহিষ্কৃতদের। 

এ বিষয়ে বহিষ্কৃত সালেহ আহমদ খসরু সিলেট মিররকে বলেন, ‘বহিষ্কারে কোনো চিঠি আমার কাছে আসেনি। আমার জানামতে, দলীয় শৃঙ্খলা বিরোধী কোনো কাজ করিনি।’

উল্লেখ্য, মহানগর বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সাময়িক বহিষ্কারের চিঠি সালেহ আহমদ খসরু ও দিনার খান হাসুর নিকট প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে এর অনুলিপি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বরাবরে প্রেরণ করা হয়েছে।


এমজে-০১/এএফ-০১