সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ২৫, ২০২৩
০৩:০৯ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৫, ২০২৩
০৩:১৩ পূর্বাহ্ন
জামায়াত শিবির চক্রের সন্ত্রাসী হামলার শিকার হয়ে ১৯৮৮ সালের ২৪ সেপ্টেম্বর খুন হওয়া জাসদের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা শহীদ মুনির -তপন-জুয়েল স্মরণে আয়োজিত স্মরণ সভায় সভাপতির বক্তব্যে জাসদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ বলেছেন, ‘শহীদ মুনির-তপন-জুয়েল আমাদের প্রাণের স্পন্দন- বিপ্লবের স্পন্দন। মুক্তিযোদ্ধের চেতনার আলোকে বাংলাদেশ নির্মাণে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বার বার আত্মদানে অনুপ্রানিত করবে শহীদ মুনির-তপন-জুয়েল।’
আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) নগরের জিন্দাবাজারস্থ নজরুল একাডেমী মিলনায়তনে অনু্ষ্ঠিত স্মরণ সভার শুরুতে শহীদদের প্রতিকৃতিতে জাসদ ও যুব জোটের পক্ষ থেকে শ্রদ্ধ্যার্ঘ্য অর্পণ করা হয়। এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালনের মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
জাসদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক গিয়াস আহমদের পরিচালনায় জাসদ সিলেট জেলা ও মহানগর শাখা কতৃক আয়োজিত স্মরণ সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মহানগর শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ, জেলা শাখার সাধারণ সম্পাদক কে এ কিবরিয়া চৌধুরী, মহিউদ্দিন আহমদ, আমিরুল ইসলাম চৌধুরী, শাহজাহান জুবেরী, জাতীয় যুব জোট সিলেট জেলা শাখার সভাপতি সুকান্তা ভট্টাচার্য, মহানগর শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদুল হক চৌধুরী প্রমূখ।
অবিলম্বে যুদ্ধাপরাধী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা এবং ঘাতক জামায়াত-শিবির চক্র কর্তৃক শহীদ মুনির-তপন-জুয়েলসহ দেশব্যাপী সংগঠিত সকল হত্যা মামলার পূনঃতদন্ত পূর্বক বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ঘাতকদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি।
এএফ/০৭