নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৫, ২০২৩
০২:৫৫ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৫, ২০২৩
০৬:১০ পূর্বাহ্ন
সিলেটের কুমারগাঁও গ্রীডের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় বিতরণ বিভাগ-১ এর ব্রেকার পুড়ে সিলেট নগরের ৩৩ এলাকার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। বিদ্যুৎ সরবরাহ ফের চালু হতে আরো ৪ থেকে ৫ ঘন্টা লাগতে পারে বলে জানা গেছে।
আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ছয়টায় বিউবো বিক্রয় বিতরণ বিভাগ-১ এর একটি ব্রেকারের পুল পুড়ে গিয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন বিউবো বিক্রয় বিতরণ বিভাগ-১ এর ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের আওতাধীন ৩৩ এলাকার হাজার হাজার মানুষ।
এদিকে, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় সীমাহীন ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। বিদ্যুৎ না থাকায় অনেকে পানি তুলতে পারছেন না। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বাসাবাড়ি দোকানপাটের ফ্রিজে রাখা পণ্য ও কাঁচামাল নিয়ে বিপাকে পড়েন অনেকে। বিদ্যুতের এই ভেলকিবাজি থেকে মুক্তি চান নগরবাসী।
বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন বিউবো সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম।
রাত গতকাল রাত ৮টায় তিনি এ প্রতিবেদককে বলেন, ‘কুমারগাঁও গ্রীডের বিউবো বিক্রয় বিতরণ বিভাগ-১ এর একটি ব্রেকারের পুল পুড়ে গেছে। তাই সাময়িক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে।’
কখন বিদ্যুৎ সরবরাহ ফের স্বাভাবিক হবে এমন প্রশ্নে তিনি বলেন, ‘আরও ৪ থেকে ৫ ঘন্টা সময় লাগবে। রবিবার রাত ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।’