সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ২৫, ২০২৩
০১:৪২ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২৫, ২০২৩
০১:৪২ পূর্বাহ্ন
জামায়াত-শিবিরের হামলার নিহত প্রগতিশীল ছাত্রনেতা মুনির ই কিবরিয়া চৌধুরী, তপন জ্যোতি দে ও এনামুল হক জুয়েলের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে সিলেটের বাম গণতান্ত্রিক জোট।
আজ রবিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার পক্ষ থেকে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন কালে বাম গণতান্ত্রিক জোট এর নেতৃবৃন্দ ১ মিনিট নিরবতা পালন করেন।
শ্রদ্ধা নিবেদন কালে নেতৃবৃন্দ বলেন, ১৯৮৮ সালের ২৪ সেপ্টেম্বর প্রকাশ্যে সিলেটের রাজপথে হত্যা করা হয়েছিল তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের নেতা মুনির ই কিবরিয়া, তপন জ্যোতি দেব এবং এনামুল হক জুয়েলকে। এই হত্যার মাধ্যমে সিলেটে জামায়াত-শিবিরের সন্ত্রাসী রাজনীতির উত্থান ঘটে। কিন্তু দুঃখজনকভাবে আজও এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্তদের শাস্তি নিশ্চিত করা যায়নি।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলার সমন্বয়ক খায়রুল ইসলাম, সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক উজ্জ্বল রায়, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সভাপতি সিরাজ আহমেদ, সিপিবি বিভাগীয় সমন্বয়কারী এডভোকেট আনোয়ার হোসেন সুমন, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বাসদ জেলা সদস্য জুবায়ের আহমদ চৌধুরী সুমন, বিপ্লবী কমিউনিস্ট লীগ জেলা সদস্য ডা: হারাধন দাস প্রমুখ।
এএফ/০৩