আইভিএলপি প্রোগ্রামে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শাহ মোসাহিদ আলী

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ২৪, ২০২৩
০৩:১০ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৪, ২০২৩
০৩:১৩ পূর্বাহ্ন



আইভিএলপি প্রোগ্রামে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শাহ মোসাহিদ আলী

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রামে (আইভিএলপি) যোগ দিতে আজ শনিবার যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিলেটের জ্যেষ্ঠ আইনজীবী শাহ মো. মোসাহিদ আলী। তিন সপ্তাহব্যাপী এই কর্মসূচির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘কমব্যাটিং অ্যান্ড প্রসিকিউটিং হিউম্যান ট্রাফিকিং’ অর্থাৎ মানবপাচারের বিরুদ্ধে লড়াই এবং বিচার করা।

জানা গেছে এই কর্মসূচির আওতায় মানবপাচার সংশ্লিষ্ট বিষয় ছাড়াও দুই দেশের সংস্কৃতি, জীবনধারাসহ বিভিন্ন বিষয়ে পারস্পরিক আলোচনা হবে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত তিন সপ্তাহ ধরে এই দ্বিপাক্ষিক আলোচনা চলবে। যুক্তরাষ্ট্রের চারটি শহরের নির্দিষ্ট ভেন্যুতে এই আলোচনা অনুষ্ঠান হবে। শহরগুলো হলো নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন ডিসি এবং টেক্সাস।

‘ইন্টারন্যাশনাল ভিজিটরস লিডারশিপ প্রোগ্রাম’ যুক্তরাষ্ট্রের একটি সম্মানজনক পেশাদারিত্ব বিনিময় কর্মসূচি। যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আরো উন্নয়নও এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে নানা ক্ষেত্রে অবদান রেখেছেন এ রকম নির্বাচিত প্রতিনিধিদের ‘আইভিএলপি’ প্রজেক্টের আওতায় আমন্ত্রণ জানায় যুক্তরাষ্ট্র। ১৯৪০ সাল থেকে শুরু হওয়া এই প্রজেক্টের আওতায় প্রতিবছর নির্দিষ্টসংখ্যক প্রতিনিধিকে আমন্ত্রণ জানিয়ে আসছে দেশটি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ বিশ্বের অধিকাংশ রাষ্ট্র ও সরকারপ্রধান ‘আইভিএলপি’ অ্যালামনাইয়ের সদস্য।

এই কর্মসূচির আওতায় আমেরিকা ভ্রমণকারীদের মনোনয়ন এবং সার্বিক ব্যয়ভার বহন করেন মার্কিন সরকার। ‘ইউএস ডিপার্টমেন্ট অব স্টেটস ব্যুরো অব এডুকেশনাল অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স’ এই প্রজেক্ট সরাসরি পরিচালনা করে। মূলত আমেরিকান শিক্ষা ও সংস্কৃতিকে বিশ্ববাসীর কাছে তুলে ধরা এবং সাংস্কৃতিক ভাব-বিনিময় এই প্রজেক্টের মূল উদ্দেশ্য।

জানা গেছে, এ বছর বাংলাদেশ থেকে মাত্র ছয় জন প্রতিনিধি এই প্রোগ্রামে অংশ নিচ্ছেন। এর মধ্যে একজন জেলা জজ, চার জন পিপি এবং একজন অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন। অংশ নেওয়া চার জন পিপির মধ্যে সিলেট বিভাগের মধ্যে একমাত্র পিপি হিসেবে শাহ মো. মোসাহিদ আলী অংশ নিচ্ছেন।

শাহ মো. মোসাহিদ আলী বর্তমানে সিলেট মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি। এর আগে তিনি বিভাগীয় বিশেষ ট্রাইব্যুনাল (দুদক) এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি’র দায়িত্ব পালন করেন।

আইন পেশার পাশাপাশি তিনি রাজনীতির সঙ্গেও জড়িত। বর্তমানে তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি এমসি কলেজ ছাত্রলীগের সভাপতি, জেলা ছাত্র লীগের সক-সভাপতি, যুবলীগের কেন্দ্রীয় সদস্য, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

এদিকে, যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে শাহ মো. মোশাহিদ আলীর এই সফর উপলক্ষে সিলেট জেলা বারের তার সহকর্মী আইনজীবীদের উদ্যোগে গতকাল শুক্রবার তাকে সংবর্ধনা দেওয়া হয়।

সিলেটের জেলা জজ আদালতের জি.পি মোহাম্মদ রাজ উদ্দিনের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট ছালেহ আহমদ হীরার পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন, সিলেট জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পি.পি) অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট অশোক পুরকায়স্থ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুলী সোহেল, সাবেক সভাপতি অ্যাডভোটেক এ.কে.এম শমিউল আলম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আহমদ, সিলেটের চীফ মেট্রোপলিটন আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৈযদ শামীম আহমদ, সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ওলি মিয়া, এডিশনাল পিপি অ্যাডভোকেট হাবিবুর রহমান ভুট্টু, এডিশনাল পিপি মমিনুর রহমান টিটু, অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল, এডিশনাল পিপি অ্যাডভোকেট এমদাদুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন প্রমুখ।

পরে সিলেট জেলা বারের আইনজীবীদের পক্ষ থেকে অ্যাডভোকেট শাহ মো. মোসাহিদ আলীকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।

এএন/০৫