শাহ মো. মোসাহিদ আলীকে আইনজীবীদের সংবর্ধনা প্রদান

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ২৩, ২০২৩
০৪:২৩ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৪, ২০২৩
০৪:০৪ পূর্বাহ্ন



শাহ মো. মোসাহিদ আলীকে আইনজীবীদের সংবর্ধনা প্রদান


যুক্তরাষ্ট্র সরকারের স্টেট ডিপার্টমেন্টের আমন্ত্রণে মানব পাচার বিষয়ক আর্ন্তজাতিক সম্মেলন ও কর্মশালায় যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন সিলেটের মানব পাচার ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর, সিনিয়র অ্যাডভোকেট শাহ মো. মোসাহিদ আলী। 

শনিবার সকালে তিনি ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বিমানযোগে রওয়ানা হবেন। 

যুক্তরাষ্ট্র সরকারের ফরেন ভিজিটরস লিডারশিপ প্রোগ্রাম (এফভিএলপি) প্রকল্পের আওতায় সে দেশের স্টেট ডিপার্টমেন্ট (স্বরাষ্ট্র দফতর)-এর আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন শাহ মো. মোসাহিদ আলী। যুক্তরাষ্ট্রে প্রায় এক মাস অবস্থানকালে তিনি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য মানব পাচার বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন। এছাড়া, ক্যালিফোর্নিয়া, টেক্সাস ও নিউইয়র্কে একাধিক কর্মশালায় তিনি অংশগ্রহণ করবেন। 

এদিকে, যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে সিনিয়র অ্যাডভোকেট শাহ মো. মোসাহিদ আলীর মর্যাদাপূর্ণ এই সফর উপলক্ষে সিলেট জেলা বারের তার সহকর্মী আইনজীবীদের উদ্যোগে ২১ সেপ্টেম্বর তাকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। 

সিলেটের জেলা জজ আদালতের জি.পি অ্যাডভোকেট মোহাম্মদ রাজ উদ্দিনের সভাপতিত্বে ও অ্যাডভোকেট ছালেহ আহমদ হীরার পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পি.পি) অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট অশোক পুরকায়স্থ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুলী সোহেল, সাবেক সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম শমিউল আলম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আহমদ, সিলেটের চীফ মেট্রোপলিটন আদালতের এডিশনাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৈযদ শামীম আহমদ, সুপ্রীম কোর্টের আইনজীবী ড. ওলি মিয়া, এডিশনাল পিপি অ্যাডভোকেট হাবিবুর রহমান ভুট্টু, এডিশনাল পিপি মমিনুর রহমান টিটু, অ্যাডভোকেট আব্দুর রহমান আফজল, এডিশনাল পিপি অ্যাডভোকেট এমদাদুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন প্রমুখ। এএন/০৪