শাবিপ্রবিতে নবনির্মিত ফজিলাতুন্নেছা হলে শিক্ষার্থী ভর্তির আবেদন শুরু

শাবিপ্রবি প্রতিনিধি


সেপ্টেম্বর ২২, ২০২৩
০৮:০৮ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২২, ২০২৩
১১:২০ অপরাহ্ন



শাবিপ্রবিতে নবনির্মিত ফজিলাতুন্নেছা হলে শিক্ষার্থী ভর্তির আবেদন শুরু


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ছাত্রীদের জন্য নবনির্মিত বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই হলে শিক্ষার্থীদের জন্য ৪৮০টি আসন রয়েছে।

আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বেগম ফজিলাতুন্নেছা হলের প্রভোস্ট অধ্যাপক ড. চন্দ্রানী নাগ।

এদিকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী অক্টোবরে অক্টোবরে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল উদ্ভোধন করা হবে। যে সকল ছাত্রী হলে ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত প্রভোস্ট বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, হিসাব নং: ৫৬৩২৫০১০১১১৫০ সোনালী ব্যাংক, শাবিপ্রবি শাখায় ১০০/- (একশত) টাকা জমা দিয়ে প্রক্টর অফিস থেকে ভর্তি ফরম সংগ্রহ করতে বলা যাচ্ছে।

পরবর্তী আগামী ১লা অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আগ্রহী শিক্ষার্থীদের হলে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত যেকোন তথ্য প্রক্টর অফিস থেকে জানা যাবে।

শিক্ষার্থী ভর্তির বিষয়ে হলটির প্রভোস্ট অধ্যাপক ড. চন্দ্রানী নাগ বলেন, আগামী মাসের যেকোনো সময় হল উদ্বোধন করা হবে। হল চালু হওয়ার পরের দিনেই শিক্ষার্থীরা উঠতে পারবে, আমরা সে লক্ষ্য কাজ করছি।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে প্রথম সেমিস্টারের ৫০ জন শিক্ষার্থীকে ৫০টি আসন বরাদ্দ দিয়েছি। বাকি আসনগুলোর জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের ১ সপ্তাহের মধ্যে আবেদন জমা দিতে হবে। যদি আসনের চেয়ে বেশি শিক্ষার্থী আবেদন করে সেক্ষেত্রে মেধার ভিত্তিতে সীট বরাদ্দ দেওয়া হবে।


এএফ/১৪