নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২১, ২০২৩
০৯:৩১ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২১, ২০২৩
০৯:৩১ অপরাহ্ন
কিশোরগঞ্জের ভৈরব থেকে সিলেট পর্যন্ত বিএনপির রোডমার্চে বৃষ্টি বাগড়া বসিয়েছে। আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর থেকে সিলেটে তুমুল বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে ফাঁকা হয়ে গেছে রোডমার্চ পরবর্তী সিলেটের জনসভা স্থল আলিয়া মাদ্রাসা মাঠ।
বৃষ্টিতে শেরপুর বিএনপির পথসভার প্যান্ডেল খসে গেছে বলে জানা গেছে।
সরকারের পদত্যাগের এক দফা দাবিতে কিশোরগঞ্জের ভৈরব থেকে সিলেট পর্যন্ত এই রোড মার্চ করছে বিএনপি। বৃহস্পতিবার সকালে ভৈরবের দুর্জয় মোড় বাসস্ট্যান্ড থেকে রোডমার্চটি শুরু হয়।
এতে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও মৌলভীবাজারের শেরপুর হয়ে এরপর সিলেটের আলিয়া মাদারাসা মাঠে বিকেল ৫টার সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হওয়ার কথা।
বিকেল চারটা ৫০ মিনিটে এ এ প্রতিবেদন লেখার সময় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে রোড মার্চ মৌলভীবাজারের শেরপুরের দিকে রয়েছে বলে জানা গেছে। শেরপুরে সংক্ষিপ্ত সভা শেষে এটি সিলেটের উদ্দেশ্যে রওয়ানা করবে।
তবে বৃষ্টি কিছুটা থেমে আসব্নিগরীতে বিএনপি নেতাকর্মীরা এখন খন্ড খন্ড মিছিল বের করেছেন। আবার আলিয়া মাঠে জড়ো হচ্ছেন তারা।
এএফ/০৭