নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে আলিয়ার মাঠে বিএনপি নেতা ফয়সল চৌধুরী

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ২১, ২০২৩
০৯:২৫ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২২, ২০২৩
০১:৩৪ পূর্বাহ্ন



নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে আলিয়ার মাঠে বিএনপি নেতা ফয়সল চৌধুরী

বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবিতে কিশোরগঞ্জের ভৈরব থেকে সিলেট অভিমুখে শুরু হওয়া ‘রোর্ড মার্চ’ এর সমর্থনে নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী।

আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে হাজারো নেতাকর্মীর ও সমর্থকদের নিয়ে তিনি মিছিল সহকারে আলিয়া মাদ্রাসা মাঠে কর্মসূচিতে যোগ দেন। 

মিছিলটি কুমারপাড়া মালঞ্চ সেন্টারের সামনে থেকে শুরু হয়ে নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টায় আলিয়া মাদ্রাসা মাঠে এসে শেষ হয়।

এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকাল থেকে বিএনপির রোডমার্চ কর্মসূচি শুরু হয়। রোডমার্চ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার ৯টি উপজেলা বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর থেকে শুরু করে সরাইল বিশ্বরোড মোড়, কুট্টাপাড়া মোড় ও বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন।

ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও মৌলভীবাজারের শেরপুর হয়ে এরপর সিলেটের আলিয়া মাদারাসা মাঠে বিকেল ৫টার সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হওয়ার কথা।

এদিকে রোডমার্চ করে আগত নেতাকর্মীদের স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে সিলেট বিএনপির নেতাকর্মীরা। তারা নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশ করতে গাড়ির উপর মঞ্চ তৈরি করেছেন। নেতাকর্মীরা বলেন, সমাবেশের জন্য প্রস্তুত সিলেট বিএনপির সকল শ্রেনীর নেতাকর্মীরা। কর্মসূচিকে সফল করতে বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আলিয়া মাদারাসা মাঠে জড়ো হচ্ছেন।


এএফ/০৬