দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট মিরর ডেস্ক


সেপ্টেম্বর ২০, ২০২৩
১১:৪২ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২০, ২০২৩
১১:৪৩ অপরাহ্ন



দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত


সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সিলেট মহানগর পুলিশের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা দুইটায় সিলেট মহানগর পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে দূর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর পুলিশ কমিশনার মো ইলিয়াস শরীফ, বিপিএম(বার), পিপিএম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মু. মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহা. সোহেল রেজা, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আব্দুল ওয়াহাব, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, পুলিশ সুপার (সিআইডি,সিলেট) সুজ্ঞান চাকমা, দূর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দসহ  অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার, সহকারি পুলিশ কমিশনারগণ এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সভায় সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. ইলিয়াস শরীফ, বিপিএম(বার), পিপিএম বলেন, ‘সকলের সার্বিক সহযোগিতা নিয়ে যথাযথ ধর্মীয় মর্যাদার সঙ্গে নিশ্চিদ্র নিরাপত্তায় দূর্গাপূজা-২০২৩ উদযাপনের জন্য মহানগরবাসীর সার্বিক সহযোগিতা চাই।’

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজামন্ডপে সিসি ক্যামেরা বাসানোর ব্যবস্থাগ্রহণ করা হবে বলে সভায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

আসন্ন এই ধর্মীয় উৎসবে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণে যথাযথ ব্যবস্থা নেওয়ার বিষয়ে দুর্গাপূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে আশ্বাস দেন পুলিশ কমিশনা।


এএফ/১২