সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ২০, ২০২৩
০৯:৪৩ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২০, ২০২৩
০৯:৪৪ অপরাহ্ন
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮ তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে যুক্তরাষ্ট্র গেছেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ কে এম ফজলুর রহমান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি দলের সদস্য হিসেবে ১৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছান তিনি। ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্ক সময় সকাল ১০টায় জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮ তম অধিবেশনে যোগ দেবেন তিনি।
এছাড়া, যুক্তরাষ্ট্রে অবস্থানেকালে এ কে এম ফজলুর রহমান তার শুভানুধ্যায়ী, কমিউনিটি নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি দলের সদস্য হিসেবে আমেরিকা যাওয়া প্রসঙ্গে একেএম ফজলুর রহমান বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮ তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি দলের সদস্য হিসেবে সফরসঙ্গী হওয়াটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। একই সাথে আমি ভীষণ আনন্দিত ও গর্বিত। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেনের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এএন/০১