গলায় বাল্ব ঝুলিয়ে লোডশেডিংয়ের অভিনব প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ২০, ২০২৩
০৯:৩২ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২১, ২০২৩
০৭:৫৮ পূর্বাহ্ন



গলায় বাল্ব ঝুলিয়ে লোডশেডিংয়ের অভিনব প্রতিবাদ


সিলেটে বেশ কিছুদিন ধরেই ঘন ঘন লোডশেডিংয়ে জীবন দুর্বিসহ। এরকম পরিস্থিতিতে অতিষ্ট নগরবাসীর হয়ে নিজের গলায় বাল্বের মালা ঝুলিয়ে পদযাত্রা করে অভিনব প্রতিবাদ জানিয়েছেন সিলেট কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের।

আজ বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরের সুরমা মার্কেট পয়েন্ট থেকে শুরু করে কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা পয়েন্ট হয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বিক্রয় ও বিতরণ বিভাগ-১, আম্বখানা অফিস পর্যন্ত গলায় বাল্বের মালা পরে পদযাত্রা করেন তিনি।

এমন প্রতিবাদে সম্পর্কে  এহছানুল হক তাহের বলেন, ‘সিলেট নগরে প্রায় এক মাস ধরে মাত্রাতিরিক্ত ঘন ঘন লোডশেডিং হচ্ছে। একদিকে প্রচন্ড গরম আর অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরিক্ষাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিক্ষা চলছে। প্রচন্ড গরমে সাধারণ মানুষ নাজেহাল, এরমধ্যে দিনে ও রাতে বার বিদ্যুৎ এর লোডশেডিং হচ্ছে। প্রচন্ড তাপপ্রবাহের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। লোডশেডিংয়ের এই ভয়াবহ অবস্থা থেকে বিদ্যুৎ অফিসের দায়িত্বশীল কর্মকর্তাদের মাঠ পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহন করা অতীব জরুরী। অন্যথায় সিলেটের জনসাধারণ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।’


এএফ/০৫