জৈন্তাপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ১৯, ২০২৩
১০:১২ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৯, ২০২৩
১১:৫০ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে উপজেলা দরবস্ত এলাকা থেকে ৬টি গরুসহ গরু বহনকারী ডিআই ট্রাক আটক করা হয়েছে।
আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) ভোরে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশ দরবস্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৷ অভিযান পরিচালনার সময় চোরাইপথে নিয়ে আসা ৬টি ভারতীয় বকনা গরু এবং গরু বহনকারী ডিআই ট্রাক জব্দ করা হয় ৷ পুলিশের উপস্থিতি টের পেয়ে ডিআই ট্রাক চালক ও চোরাকাবারী দলের সদস্যরা পালিয়ে যায় ৷
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম পিপিএম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমি যোগদানের পর থেকে একাধিক অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল হ্যান্ডসেট, গরু, মহিষ, চিনি এবং ঔষধ আটক করছি ৷’
চোরাচালান রোধে পুলিশ জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে জানিয়ে তিনি বলেন, ‘চোরাচালান রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
আরকেএস-০১/এএফ-০৯