নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৬, ২০২৩
০৯:৫৪ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০২৩
১০:৩০ অপরাহ্ন
মেয়র আরিফুল হক চৌধুরীকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা করায় নগরের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন আরিফুল হকের সমর্থক দলের নেতাকর্মীরা।
আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নগরের কুমারপাড়ায় সমবেত হন দলের নেতাকর্মীরা। এ সময় মিষ্টিমুখ করানো হয় সবাইকে। পরে কুমারপাড়ায় আরিফুল হকের কার্যালয় থেকে মিছিল বের করা হয়। মিছিল নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নয়াসড়ক পয়েন্টে এসে শেষ হয়।
নয়াসড়ক পয়েন্টের মাদানী চত্বরে এসময় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিগত কমিটির যুগ্ম সম্পাদক ও সাবেক মহানগর সহ সভাপতি সালেহ আহমদ খসরু।
জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুরমান আলী, সাবেক ছাত্রনেতা ও মহানগর বিএনপি নেতা মহবুব চৌধুরী, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাদশা আহমদ, সিসিকের সাবেক কাউন্সিলর ও বিএনপির সাবেক মহানগর সহ সম্পাদক দিনার খান হাসু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘আরিফুল হক চৌধুরীর দলের প্রতি যে নিবেদন তিনি তার প্রতিদান পেয়েছেন। দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে তিনি দলের নানা ক্রান্তিকালে বলিষ্ঠ ভূমিকা রাখায় দল তাকে মূল্যায়ন করেছে।’ বক্তারা বলেন, ‘আরিফুল হককে দলের চেয়ারপারসনের উপদেষ্টা করায় সিলেটের আরো সুসংগঠিতভাবে চলমান আন্দোলনকে বেগবান করা যাবে।’
এএফ/১২