সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০২৩
০৫:৩৪ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০২৩
০৮:২৬ অপরাহ্ন
বিগত নির্বাচনের সময় ২০১৮ সালে সরকারী দলের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতি সমূহ বাস্তবায়নে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, সিলেট জেলা কমিটি গণঅনশন ও গণঅবস্হান কর্মসূচি পালন করা হয়েছে।
আজ শনিবার ( ১৬ সেপ্টেম্বর) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ৬টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি চলছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, সিলেট জেলা কমিটির সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য এবং সাধারন সম্পাদক কৃপেশ পাল। ২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে সরকারী প্রতিশ্রুতি সমূহ হচ্ছে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন। বৈষম্য বিলোপ আইন প্রনয়ন। দেবত্তোর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন। জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন। অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন যথাযথ বাস্তবায়ন৷ পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন। সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন।
এএফ/০৪