সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০২৩
০৫:২৬ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০২৩
০৫:২৬ অপরাহ্ন
সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে অবৈধভাবে আসা ১৪টি ভারতীয় মহিষ জব্দ করেছে পুলিশ। সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশসুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার প্রেরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিকআইন শৃঙ্খলারক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, খুন, ধর্ষণ, পরোয়ানাভূক্ত, সাজাপ্রাপ্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে। সীমান্তবর্তী জেলা হওয়ায় চোরাচালান প্রতিরোধে প্রতিনিয়ত বিভিন্ন অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার (১৫ সেপ্টম্বর) দুপুরে এসআই আক্তারুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব আলীরগাও ইউপির অন্তর্গত পূর্ব আলীরগাও সাকিনস্থ উত্তরের হাওর (যুগিরকান্দি) এলাকা হতে ১৪টি বিভিন্ন সাইজের ভারতীয় মহিষ মালিক বিহীন অবস্থায় উদ্ধারপূর্বক জব্দ করে পুলিশ।
এএন/০৫