সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০২৩
০৫:২৪ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০২৩
০৫:২৪ অপরাহ্ন
সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের বৈরাগী বাজারস্থ কাঠলিপাড়া শ্রীশ্রী বৃন্দাবন জিউর চন্দ্র আখড়ায় দূর্গা মন্দিরের উন্নয়ন কাজের জন্য ১লাখ টাকা অনুদান দেয়া হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে এই ১লাখ টাকা অনুদান দেন মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা ‘মানস’র প্রতিষ্ঠাতা ও একুশে পদপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী। তিনি ব্যক্তিগত তহবিল থেকে তার সহধর্মীনিকে সাথে নিয়ে এই অনুদান দেন। এ উপলক্ষে আখড়ায় মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রীশ্রী বৃন্দাবন জিউর চন্দ্র আখড়া কমিটির সভাপতি সুনিল মালাকারের সভাপতিত্বে ও শিক্ষক বেবভ্রত সাহা’র পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, একুশে পদপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী। এসময় আরও বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারতী দাশ পাপ্পু।
এএন/০৪