সিলেট মিরর ডেস্ক
সেপ্টেম্বর ১৬, ২০২৩
০৫:০৮ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১৬, ২০২৩
০৫:১৪ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমায় বাস স্ট্যান্ড সংলগ্ন তাজমহল হোটেলের সামনে মোরশেদ (১৮) নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন।
মোরশেদ সিলেটের গোয়াইনঘাট উপঝেলার ফতেহপুর এলাকার আব্দুল লতিফের ছেলে। তিনি পেশায় বাসের হেলপার ছিলেন।
জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে মোরশেদের গলার নিচে ও বাম উরুতে ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে দুর্বৃত্তরা। এসময় রক্তাক্ত মোরশেদ মাটিতে লুটিয়ে পড়েন। পরে বাসস্ট্যান্ডের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ইবনে সিনা হাসপাতলে নিয়ে যান। সেখানে তাকে না রাখলে পরবর্তীতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম)।
এএফ/০২